
বিরামপুরে শ্বাশুড়ি অগ্নিদগ্ধা: জামাইকে ধরতে পুলিশী অভিযান

স্টাফ রিপোর্টার : বিরামপুর শহরের পূর্বপাড়ায় ২ এপ্রিল (বুধবার) শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে জামাই। মূমুর্ষ অবস্থায় অগ্নিদগ্ধাকে রমেক হাসাপাতালে নেওয়া হয়েছে। জামাইকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।
বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সেই অটোরিক্সা ভেঙ্গে শ্বশুর বাড়িতে দিয়ে যায়। অটোরিক্সার মালিক রিক্সা মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাই মেহেদুল শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলী বেগমের (৫৫) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলী বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বুলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। স্বজনরা দগ্ধ বুলী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর আঙ্গুরী বেগম জানান, আগুনে বুলী বেগমের মাথা ও মুখমন্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে গেছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, দগ্ধ বুলী বেগম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন ও আসামীকে আটকের জন্য অভিযান চলছে।
২৩ Views