প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ঈদের দিন বন্ধ থাকার পর ঢাকায় ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঈদের দিন ছুটি কাটিয়ে আজ রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে।
রোববার ডিএমটিসিএল সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.