মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুর মোহাম্মদ অন্তর , বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর পৌর ও উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫ টাই বিরামপুর আদর্শ স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি এম এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি দেশ ও জাতির কল্যানে  বলিষ্ঠ কল্যান রাষ্ট্র গঠনে বিশেষ  দোয়া পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিরামপুর উপজেলা আমীর মোঃ হাফিজুল ইসলাম।

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বৈষম্য মুক্ত সমাজ কায়েম করার জন্য, ন্যায় ও ইনছাব ভিত্তিক সমাজ কায়েম করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কলম সৈনিকদের যেমন অগ্রণী ভূমিকা ছিল তেমনি ২৪ পরবর্তী আগামীর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের অগ্রগনি ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিরামপুর পৌর জামায়াতের সেক্রেটারি ইন্জিনিয়ার শাহিনুর ইসলামের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

বিরামপুরের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকল সাংবাদিককে ব্যক্তিগত নামে ঈদের শুভেচ্ছাপত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য  ও দিনাজপুর -৬ আসনের দলীয় প্রাথী  আনোয়ারুল ইসলাম।

৭৯ Views
CATEGORIES
Share This

COMMENTS