শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের কাল থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ

বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের কাল থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারদের আগামীকাল থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হবে।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ আসিফ ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর ১২ দফা নির্দেশনা প্রদান করেন।

ওই ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন, কাজের দক্ষতা ও মান বৃদ্ধির জন্য কর্মোপযোগী অভ্যন্তরীণ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। হাইকোর্ট বিভাগে কর্মরত সকল বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারকে এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’

৩০ Views
CATEGORIES
Share This

COMMENTS