প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন অ্যান্তোনিও গুতেরেস।
সফরকালে জাতিসংঘ মহাসচিব আজ দিনের শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধির জন্য জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘আহ্বান’ জানাবেন বলে আশা করা হচ্ছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.