
পজিটিভ বিডি নিউজ২৪ ডটকম অনলাইনে সংবাদ প্রকাশের পর পরিচয়হীন শিশুটি ফিরে পেল মাকে !

স্টাফ রিপোর্টার : রাস্তার পাশে পরিচয়হীন শিশু, পরিবারের সন্ধান মিলবে কি’ শিরোনামে পজিটিভ বিডি নিউজ২৪ ডটকম অনলাইনে সংবাদটি প্রকাশ হওয়ার পর পরিবার সন্তানটির খোজ পায়। শিশুটি জয়পুর হাটের পশ্চিম দেবীপুর রেলগেট এলাকার সাবিনা পারভিন ও হারুনুর রশীদের কন্যা। কন্যা হারিয়ে যাওয়ার পর ব্যাকুল মাকে স্থানীয়রা ছবিসহ গনমাধ্যমের খবর জানালে তিনি কন্যাটি উদ্ধার করতে ৬ মার্চ (বৃহষ্পতি) রাতে বিরামপুর থানায় আসেন। এ সময় শিশুটির মা সাবিনা পারভিন বলেন, তিনি একজন দিন মজুর। তার কন্যাকে দেখাশুনা করতে প্রতিবেশী একজনকে প্রতিদিন ১০০টাকার বিনিময়ে দায়িত্ব দেন। ২দিন ভালই দেখাশুনা করেছিল তার মেয়েকে, বৃহস্পতিবার কি উদ্যেশে বিরামপুরে নিয়ে এসেছিল তার জানা নেই। তার সন্তান ফিরে পাওয়ায় তিনি থানা পুলিশ, সমাজসেবা দপ্তর, ঘটনাস্থলের জনগন ও গনমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শিশুটিকে মা সহ আত্নীয়দের কাছে হস্তান্তর কালে বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
৮১ Views