শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তার পাশে পরিচয়হীন ২ বছরের শিশুকন্যা : পরিবারের সন্ধান মিলবে কি !

রাস্তার পাশে পরিচয়হীন ২ বছরের শিশুকন্যা : পরিবারের সন্ধান মিলবে কি !

স্টাফ রিপোর্টার :  রাস্তার পাশে পরিচয়হীন ২ বছরের শিশুকে একনজর দেখতে শতাধিক মানুষের ভীড়। শিশুটির কান্না শুনে হতভম্ব হয়ে যান স্থানীয়রা,সন্তানটি তার অভিভাবককের সন্ধান পাবে এমনটাই প্রত্যাশা প্রত্যতক্ষদর্শীদের। এঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর শহরের মাহমুদপুর মুন্সিপাড়া এলাকায়। শিশুটির বয়স প্রায় দুই বছর। শিশুটিকে ওস্তাদ শহিদুল ইসলামের ঢাকা পান দোকানের পাশে ফেলে রেখে যায় এক মহিলা। শিশুটি প্রকৃত অভিভাবক না পেলে রাজশাহী ছোটমণি নিবাস(বেবী হোমে)পাঠানো হবে, জানিয়েছেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
স্থানীয়রা জানান যে, আঠারো থেকে ২০ বছরের একটি মেয়ে এই শিশুটিকে বাগানে ফেলে চলে যাওয়ার চেষ্টা করে। এর আগে শহরের মাহমুদপুর মুন্সিপাড়ার স্থানীয়দের জানান বিরামপুর স্টেশনে ৬ দিন আগে কুড়িয়ে পেয়েছে সে শিশুটিকে। সে আরও জানায়, নিজেরও সন্তান রয়েছে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় শিশুটিকে সে লালনপালন করতে পারছেনা। শিশুটিকে থানায় দেওয়ায় চেষ্টা করেছেন কিন্তু থানা শিশুটিকে নেননি বলে তিনি মাহমুদপুর মুন্সিপাড়ার স্থানীয়দের জানান। সে জানায় তার বাড়ি আদর্শ স্কুল পাড়ার পাশে।
স্থানীয় মাইদুল নামে একজন ব্যাবসায়ী বলেন, দুপুর ১টার দিকে একজন অটোরিকশা চালক দোকানের সামনে এসে দাড়ায়। সে বলে ঐ সামনের বাগানে একটি মেয়ে শিশু বাচ্চাকে ফেলে রেখে আমার অটোরিকশায় চড়ে যাইতে চাই। অটোরিকশা চালকের সন্দেহ হওয়ায় সে তাকে নেয়নি। পরবর্তীতে ঐ শিশুটিকে ফেলে রেখে যাওয়ার কারণ জানতে চাইলে সে বলে আমি শিশুটিকে কুড়িয়ে পেয়েছি।
পরবর্তীতে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটিকে রাজশাহী ছোটমণি নিবাস(বেবী হোমে)পাঠানো হবে। পরবর্তীতে তার পরিবার উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে সেখান থেকে শিশুটিকে গ্রহন করতে পারবেন।

১০১ Views
CATEGORIES
Share This