শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলীর ইন্তেকাল

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শওকত আলীর ইন্তেকাল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এম এম শওকত আলী আজ রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুমের ছেলে ফারহাত শওকত বলেন, রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার পিতা ইন্তেকাল করেছেন।

ফারহাত গণমাধ্যমকে জানিয়েছেন, তার পিতা শওকত আলী বছর দুই আগে স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সংবাদপত্রে কলাম লেখালেখি ছাড়াও তার বেশকিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

৪৯ Views
CATEGORIES
Share This

COMMENTS