রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বিষয়ে পরিপত্র জারি

পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন বিষয়ে পরিপত্র জারি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বিষয়ে আজ মঙ্গলবার এক পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে

এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে

ছাড়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের (নিজ নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে

৮৩ Views
CATEGORIES
Share This

COMMENTS