প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে আন্দোলনকারী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে: আব্দুস সালাম

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (নাটোর): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এই দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করতে আন্দোলনকারী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই লড়াই শুধু দেশের লড়াই না, আন্তর্জাতিকভাবেও লড়াই। কাজেই আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করতে ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আজ মঙ্গলবার নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুস সালাম এ সময় বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার আগে ঢাকায় তাঁর কোন বাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। আর শেখ মুজিব তার পরিবারের জন্য ৩২ নম্বরে রেখে গেছেন সোনার মুকুট। হাসিনা ব্যঙ্গাত্মক কথা বার্তা বলতো। সেজন্য পেছনের দরজা দিয়ে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বিএনপি, সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে বিএনপি। তাই সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীতে সরকার গঠন করবে বিএনপি, সরকার প্রধান হবেন তারেক রহমান।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.