প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার সকালে টোকিওতে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য গ্রুপ এনইএক্সআই (নিপ্পন), মিতসুই, মারুবেনি, এইচএসবিসি, মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রি ও জেটি প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা এ আহবান জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি।
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপান থেকে আমরা আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করি।’
জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী।’
উপদেষ্টা বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্যের পাশাপাশি জনশক্তি আমদানির জন্যও আহবান জানান। জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখা ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন।
বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেটরো প্রতিনিধি লুইজি অ্যান্ডো ও জাইকা প্রতিনিধি ইয়াসুজুকি মুরাহাসি, জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওয়াতামি গ্রুপের প্রধান মিকি ওয়াতানাবে এর সাথে বৈঠক করেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.