প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ
বিরামপুরে ৩ দিনব্যাপী ২৬ তম উপজেলা স্কাউটস সমাবেশের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় তিনদিন ব্যাপী ২৬ তম উপজেলা স্কাউটস সমাবেশ উদ্বোধন করা হয়েছে। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন স্কাউটস সমাবেশের শুভ উদ্বোধন করেন।
এসময় বিরামপুর থানার অফিসার ইনচাজ (ওসি) মমতাজুল হক, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফাহমিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, মিজ্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস এর সম্পাদক ময়নুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, শিক্ষক ও স্কাউট‘স উপস্থিত ছিলেন।
ওল্ড স্কাউটস এর পক্ষ খেকে বিরামপুর উপজেলা স্কাউটস সমাবেশের শুভ কামনা করেছেন ১৯৮৫-৮৬ বাংলাদেশ স্কাউট জাতীয় জাম্বুরী অংশ নেয়া স্কাউট- বতমানে বিরামপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোরশেদ মানিক ও বিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) কামাল হোসেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.