প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ আগামীকাল

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।
আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপি’র একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে জানিয়ে- বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই।
তিনি বলেন, আগামীকাল সোমবার বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.