প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ মতিয়ার রহমানকে বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.