প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
হালনাগাদে বাদ পড়লে ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হওয়া যাবে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন।
বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনো ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।’
এরআগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সোমবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.