প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ
পরিবেশ রক্ষায় মেছো বিড়াল রক্ষা জরুরি : রিজওয়ানা হাসান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ মেছো বিড়াল রক্ষা শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি। প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।’
তিনি বলেন, ‘শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায়। হত্যা চলতে থাকলে এটি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই জনসচেতনতা বাড়াতে হবে।’
‘বিশ্ব মেছো বিড়াল দিবস’ উপলক্ষে আজ শনিবার বন অধিদপ্তরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জেলা প্রশাসকগণ মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃতিপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ‘আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। কার্যকর বনায়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সংকট কাটানো সম্ভব।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. মনিরুল এইচ. খান।
অনুষ্ঠানে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতা তৈরিতে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.