শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

সাতকানিয়ায় সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্টগ্রাম): জেলার সাতকানিয়ায় প্রায় সাড়ে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে শহীদুল ইসলাম সাইমন নামে এক ব্যক্তির গোডাউন ও বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবরে ওই মজুদকারী পালিয়ে যায়। পরে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ৯ দশমিক ৪ টন পলিথিন জব্দ করা হয়। মজুদকারী পলাতক থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে পরিবেশ সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল প্রমুখ।

৮১ Views
CATEGORIES
Share This

COMMENTS