শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসনের আমন্ত্রণে প্রাতঃরাশ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকাল ১০টায় গুলশানের বাসভবনে এই প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করেন জেকবসন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রাতঃরাশ বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দুতাবাসের দু’জন রাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

৯০ Views
CATEGORIES
Share This

COMMENTS