প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
সামাজিক মাধ্যমে ট্রেনের টিকেট ক্রয় করে প্রতারিত না হওয়ার অনুরোধ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকেট ক্রয় করে প্রতারিত না হতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আজ রেলপথ মন্ত্রণালয়ের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘রেলওয়ে সকল আন্তঃনগর ট্রেনের টিকেট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’
এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকেট ক্রয় করে প্রতারিত না হবার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এছাড়া টিকেট কালোবাজারীর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.