শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

করদাতারা সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

করদাতারা সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): করদাতারা অনলাইন সিস্টেমের মাধ্যমে সারা বছরই তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর  চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আজ রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

৩১ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ১৪ লাখ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। করদাতারা ৩৬৫ দিনই তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য হিসাব অন্য রকম হবে।

তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ৩১ জানুয়ারির পরে যারা তাদের রিটার্ন জমা দেবেন, তাদের কিছু ব্যয় বহন করতে হবে। ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

১০৭ Views
CATEGORIES
Share This

COMMENTS