প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ১:১০ অপরাহ্ণ
জয়পুরহাটে পিঠা উৎসব

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (জয়পুরহাট): আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এ শীতে জমবে মেলা, পিঠা উৎসব সারা বেলা’ স্লোগানে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। রোববার বেলা ১২ টায় জেলা স্টেডিয়াম রোডের শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবে ৬টি স্টলের মাধ্যমে স্থানীয় শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের তৈরি করা বাহারি সব পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। উৎসবটি ঘিরে হাজারো দর্শনার্থীতে ভরে যায় স্কুল ক্যাম্পাস। এসময় ভাজা কুলি, পঞ্চ বাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরী পিঠা, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, মিষ্টি পুলি, ভেজানো নকশীসহ অন্তত ৫০ রকমের পিঠা প্রদর্শনের আয়োজন করা হয়। শেষে স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী, সেরা পিঠা তৈরির কারিগর ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শাহীন ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।
অনুষ্ঠানে জয়পুরহাট শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইকবাল হোসেন ও জয়পুরহাট জেলা পুলিশের ইন্সপেক্টর ক্রাইম মাহবুবুর রহমান সরকার প্রমুখ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.