প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
বিরামপুরে নিষিদ্ধ ঘোঘিত উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ আটক-২

স্টাফ রিপোর্টার : বিরামপুরে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামী নিষিদ্ধ ঘোঘিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (৩২) পিতা মোঃ টিটু এবং আরঙ্গজেব চৌধুরী বাদশা (৫৯) পিতা মৃত নজিবর রহমান চৌধুরীকে ঢাকা থেকে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, থানার মামলা নং ১৮ তারিখ ২৫/১০/২০২৪ এর এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ২৪ জানুয়ারী (শুক্রবার) বিকেলে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার তারা এজাহার নামীয় আসামী ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.