প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
“রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, দিনাজপুর থেকে : ২৩ জানুয়ারি-২০২৫ বৃহস্পতিবার এনডিএফ অডিটোরিয়াম হলে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ওয়াইডাব্লিউসিএ এর আয়োজনে "রাইজ আপ" প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত "রাইজ আপ" প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনারে ওয়াইডাব্লিউসিএর অব দিনাজপুরের সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ মাইনুল ইসলাম। অন্যান্যদের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইডাব্লিউসিএ অব বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা বিশ্বাস, রাইজ আপ প্রজেক্ট দিনাজপুর এর স্টিয়ারিং কমিটির সভাপতি মায়া মন্ডল, এফপিএবি এর জেলা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহীন, ওয়ান স্টপ ক্রাইম সেল দিনাজপুরের প্রোগ্রাম অফিসার সাবিহা বিনতে আনোয়ার, বহ্নিশিখা মহিলা উন্নয়ন সংস্থা এর পরিচালক খ্রীষ্টিনা লাভলী দাস,ওয়াইডাব্লিউসিএর অব বাংলাদেশ ও রাইজ আপ এর ইয়ুথ উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা, তথ্য সেবা কর্মকর্তা উম্মে কুলসুম, তারার মেলা ও এফপিএবি সদস্য জ্যোতি ঘোষ, অনামিকা সিংহ রায়, ওয়াইডবিøউসিএ অব দিনাজপুর এর ইয়ুথ কনভেনর আন্না মাধুরী তিগ্যা, বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএর ইউয়ুথ লিড এলিস সজ্জন। এছাড়াও অনুষ্ঠিত রাইজ আপ" প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনারে অংশগ্রহণ করেন ওয়াইডাব্লিউসিএর অব দিনাজপুর এর ইয়ুথ সদস্য প্রাপ্তি প্রিয়াংকা আইন্দ, রাইজ আপ প্রকল্পের সদস্য সুরভী মার্ডী, জয়া মনি, সানজিদা আক্তার বর্ষা সহ অব দিনাজপুর এবং "রাইজ আপ" প্রকল্প দিনাজপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠিত এ্যাডভোকেসি সেমিনারে প্রথম পর্বে পরিচিতি সভা, ফুলেল শুভেচ্ছা ও নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ , দ্বিতীয় পর্বে রাইজ আপ কার্যক্রম এর ভিডিও প্রতিবেদন, শেয়ারিং গ্লোবার রাইজ আপ কার্যক্রম এর বিভিন্ন বিষয়ের উপর তথ্য উপস্থাপন, অভিজ্ঞতা শেয়ারিং, প্যানেল আলোচনা, মুক্ত আলোচনা, সর্বশেষে এ্যাডভোকেসি সেমিনারের বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে নেয়া বিভিন্ন প্রশ্ন ও তথ্যের প্রতি উত্তর প্রদানের মাধ্যমে সমাপ্তি করা হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.