সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দ. কোরিয়া

রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকা অনুদান দেবে দ. কোরিয়া

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বাংলাদেশের রেলপথ উন্নয়নে ৪৪ কোটি টাকার অনুদান সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া।

আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ‘দ্য মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাসট্রাকচার এন্ড ট্রান্সপোর্ট-৪ ইমপ্রোভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টক ম্যানেজমেন্ট এ্যান্ড মেনটেইনেন্স অব বাংলাদেশ রেকর্ড অব ডিসকাশন (আরডি) গেচ টার্মস অব রেফারেন্স (টিআর)’ চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার ল্যান্ড, ইনফ্রাসট্রাকচার এ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রণালয় অনুদান সহায়তা বাবদ ৩ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা) প্রদান করবে। প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের  অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি এবং এফএ্যান্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে সে দেশের ভূমি ও ইনফ্রাসট্রাকচার মন্ত্রণালয়ের এসিসট্যান্ট মিনিস্টার নেম ইয়ং-উ এ চুক্তি স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে ইতিপূর্বে সংগৃহিত লোকোমোটিভ সমূহের টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

৬১ Views
CATEGORIES
Share This

COMMENTS