প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ১:২৯ অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে নিয়ে দুর্ঘটনার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অজ্ঞাত সূত্রে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে নিয়ে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঢাকায় তাঁর কর্মস্থলে অবস্থান করছেন এবং উল্লেখিত সময়ে তিনি ঢাকার বাইরে কোনো ভ্রমণেও যাননি বলে আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে কেন্দ্র করে https://www.facebook.com/share/p/14QZQS71Vh/ এবং https://www.facebook.com/share/18Qs6p6HZ2/ আইডি হতে এ ধরনের ফেইক নিউজ (ভুয়া খবর) প্রচারিত হচ্ছে বলে জানা গেছে।
সরকার এ ধরনের গুজব ছড়ানোর প্রচেষ্টা কঠোরভাবে পর্যবেক্ষণ করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার এবং তাতে মন্তব্য করা থেকে বিরত থাকতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সকলের সহযোগিতা কামনা করছে।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.