সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নয়ন না হওয়ায় সন্দ্বীপের মানুষ দ্বীপে জিম্মি : জ্বালানি উপদেষ্টা

উন্নয়ন না হওয়ায় সন্দ্বীপের মানুষ দ্বীপে জিম্মি : জ্বালানি উপদেষ্টা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। স্বাধীনতার ৫৪ বছর পরেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। সন্দ্বীপের মানুষকে দ্বীপের মাঝে জিম্মি করে রাখা হয়েছে। এই এলাকার মানুষ নিজের ঘর-বাড়িতে আসা-যাওয়া বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাওয়ার কষ্ট অবর্ণনীয়। এটা দেখলে মনে হয় কোন অপরাধের শাস্তি।

গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গুপ্তছড়া ফেরিঘাটের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমার বাড়িও সন্দ্বীপ, এই কষ্ট আমি উপলব্ধি করি। কিন্তু কষ্ট টা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে উন্নয়নের ইস্যু। উন্নয়ন সব ঢাকা কিংবা বড় শহরে হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে।’

তিনি বলেন, মানুষকে শাস্তি দিতে চাইলে বলতে পারেন, তুমি একবারের জন্য হলেও সন্দ্বীপে যাও। কারণ সন্দ্বীপে যেতে পুরুষ নারী শিশুদের কোমড় পর্যন্ত পানিতে নামতে হয়। মাথার ওপরে মালপত্র নিয়ে অনেক কষ্টে নৌযানে উঠতে হয়। তাছাড়াও ঘাটে রয়েছে নানা অব্যবস্থাপনা।

উপদেষ্টা বলেন, ফেরির দুইপাশে সংযোগ সড়ক যেটি রয়েছে সেই কাজটি এখন করছি। আমরা আগামী মার্চের মধ্যে এটি সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

উপদেষ্টার ফেরিঘাট পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

৭৬ Views
CATEGORIES
Share This

COMMENTS