প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৫, ২:০১ অপরাহ্ণ
ভারত চিঠির জবাব না দিলেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে: চিফ প্রসিকিউটর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন গণহত্যা ও মানবতাবিরোধী মামলায় বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। ভারত অনুরোধের জবাব না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি আজ বলেন, ‘আমাদের সাথে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, দেখা যাক, ভারত জবাব দেয় কিনা। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে।’
শেখ হাসিনাসহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেফতারের প্রক্রিয়ার সাথে পুরো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেফতার হওয়ার পর যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন বাকিটা বলা সম্ভব হবে। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা থাকলে সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারবেন।
সুপিরিয়র কমান্ড রেস্পন্সিবিলিটি এর সাথে সংশ্লিষ্ট মামলার ব্যাপারে তিনি বলেন,‘আমরা দিনরাত কাজ করছি।
অগ্রগতি অবশ্যই আছে এবং আমরা দ্রুততম সময়ে দুই একটি মামলার প্রতিবেদন পেয়ে যাবো। আমাদের কাছে নানাভাবে তথ্য আসে। বহুমুখী সাক্ষ্যর সমন্বয়ে একটি তদন্ত হয় এবং নিখুঁতভাবে সে কাজটি করতে হলে যে সময় প্রয়োজন সেটি নেওয়া হচ্ছে ও প্রচেষ্টা অব্যাহত আছে।’
তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলোর তদন্ত চলমান আছে এবং দ্রুত এ তথ্যগুলো উন্মোচিত হবে বলে আশা করছি।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.