প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
বিজিএমইএ’র প্রশাসকের সঙ্গে ডব্লিউআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম’র (ডব্লিউআরসি) একটি প্রতিনিধিদল গতকাল রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ’র কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে ছিলেন ডব্লিউআরসির ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল এডভোকেসী তুলসী নারায়নস্বামী, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোদ্বীপ গুহ এবং বাংলাদেশে ডব্লিউআরসির প্রতিনিধি সৈকত মল্লিক। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিজিএমইএ প্রশাসক ডব্লিউআরসির প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের চ্যালেঞ্জ এবং সুযোগগুলো বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তা তুলে ধরেন।
আলোচনাকালে আনোয়ার হোসেন পোশাক শিল্পকে আরও টেকসই করতে যৌক্তিক মূল্য, যা পোশাক শ্রমিকদের কল্যাণকে প্রভাবিত করে, তার উপর জোর দেন।
তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সেই বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে না।
তিনি বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।
তিনি ডব্লিউআরসির নেতাদেরকে শ্রমমান উন্নয়ন ও যৌক্তিক মূল্য পরিশোধের বিষয়ে ব্র্যান্ড ক্রেতাদের উপর চাপ দেয়ার জন্য অনুরোধ জানান।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.