শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

স্টাফ রিপোর্টার: ১৪ জানুয়ারী মঙ্গলবার মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ১০টি ইউনিয়ন পরিষদের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণে করেন ৮নং শংরপুর ইউনিয়ন পরিষদ বনাম ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ। এছাড়া ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদ বনাম ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ বনাম ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ ও ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ বনাম ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট রেফারী মোঃ ওবায়দুর রহমান, সুজিত, মোঃ বেলাল হোসেন, মোঃ ফয়জার, মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মোঃ আবু তাহের আবু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন। ধারা ভাষ্যকার হিসেবে খেলা উপস্থাপনা করেন এস.এম রফিক ও এম.বি বিপুল রায়। ১৪ জানুয়ারী হতে ১৬ জানুয়ারী উক্ত উপজেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারী বিকাল ৩টায় এই মাঠে চ‚ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে। টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে মেধা ও মনের বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি নিজেকে শারীরিকভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

১৩৫ Views
CATEGORIES
Share This

COMMENTS