প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
দিনাজপুরে ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের নেতৃবৃন্দের বড় মাঠ পরিদর্শন

মোঃ নুর ইসলাম,দিনাজপুর: দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, সকাল ৯ টায়, দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান পরিদর্শন করেন দিনাজপুর জেলা জামাতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান এর নেতৃত্বে জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা জামায়াতের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শনের সময় জেলা জামায়াতের আমীর দিনাজপুরে কর্মী সম্মেলনের মঞ্চ তৈরি এবং মাঠে উপস্থিত জনস্রোতাদের স্থান সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনের প্রস্তুতি কমিটির সকল সদস্য ও উপকমিটির সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সাবেক জেলা আমীর আফতাব উদ্দিন মোল্লা, আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারি সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, ইসলামী ছাত্র শিবির শহর শাখার সভাপতি মুশফিকুর রহমান প্রমূখ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.