বিরামপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা
স্টাফ রিপোটার : ১৩ জানুয়ারি (সোমবার) উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বর থেকে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা প্রশাসন আয়োজিত র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নেতৃত্ব দেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভার:)অদ্বৈত্য কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, শিক্ষক-শিক্ষাথী ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জুলাই ৩৬ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন -বিরামপুর কলেজিয়েট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আজরা সাদিয়া,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নওশীন আক্তার নওরীন এবং ৮ম শ্রেণীর আজমীরা হোসেন, বিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী প্রতিভা কুন্ডু, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন ও বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, প্রধান শিক্ষক যথাক্রমে আরমান হোসেন, শফিকুল ইসলাম ও আঃ মতিন, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম,উপজেলা নির্বাহী প্রকৌশলী ও আয়োজক কমিটির সদস্য সচিব আতাউর রহমান ।
১৫ Views