রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফর্মহীনতার কারণে এই দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক লিটন দাস।

এছাড়া সাকিব আল হাসানকে শুধু ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেনি বিসিবি। কারণ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই।

স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, নাহিদ রানা।

Views
CATEGORIES
Share This

COMMENTS