শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট ও সুনামগঞ্জে ৭২ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জে ৭২ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (সিলেট): সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার ভোররাতে ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল এসব পণ্য জব্দ করে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকার প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৩৬ হাজার ৩৮০ টাকা বলে জানায় বিজিবি।

৮২ Views
CATEGORIES
Share This

COMMENTS