প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
আমানত বেড়েছে ইসলামী ধারার ব্যাংকগুলোর
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে। একইসঙ্গে ঋণ বিতরণ বা বিনিয়োগও এক মাসের ব্যবধানে কিছুটা কমেছে। তবে, ইসলামী ধারার ব্যাংকগুলোতে আমানতের চেয়ে ঋণ বা বিনিয়োগের হার বেশিই রয়ে গেছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে আমানতের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। বিপরীত দিকে, একই সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ বা বিনিয়োগ কমেছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ।
ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইসলামী ধারার ব্যাংকগুলোতে সেপ্টেম্বর শেষে আমানত দাঁড়ায় ৪ লাখ ৩৪ হাজার ২৬৭ কোটি টাকা। আগস্টে আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৩১ হাজার ৮০৫ কোটি টাকা। এক মাসের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা বা শূন্য দশমিক ৫৭ শতাংশ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.