রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রেকর্ডের পরিসংখ্যান

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রেকর্ডের পরিসংখ্যান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের গতকাল ১৮ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষনা দিয়েছেন তামিম ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে অনেক নতুন রেকর্ড জন্ম দিয়েছেন এবং অনেক রেকর্ডও ভেঙ্গেছেন এই বাঁহাতি ওপেনার তার সেসব রেকর্ডের দিকেই চোখ বুলানো যাক

টেস্ট :

টেস্ট অভিষেক : জানুয়ারি, ২০০৮, নিউজিল্যান্ডের বিপক্ষে, ডানেডিন
শেষ টেস্ট : এপ্রিল, ২০২৩, আয়ারল্যান্ডের বিপক্ষে, মিরপুর
৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ৫১৩৪ রান, সেঞ্চুরি১০টি, হাফসেঞ্চুরি৩১টি, গড়৩৮.৮৯

বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন তামিম। ২০১৪১৫ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি এবং পাকিস্তানের বিপক্ষে ১টি সেঞ্চুরি করেছিলেন তিনি

বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে টানা ইনিংসে অন্তত হাফসেঞ্চুরি করেছেন তামিম। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষেই টানা পাঁচ ইনিংসে হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। হাফসেঞ্চুরি পাওয়া তার পাঁচটি ইনিংস ছিলো এমন৮৫, ৫২, ৫৫, ১০৩ ১০৮

টেস্টে টানা ম্যাচে হাফসেঞ্চুরি আছে তামিমের। ২০১০ সালে ভারত, নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচে অর্ধশতক করেন তামিম

টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরেছেন তামিম। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭টি ছক্কা ১৭টি চারে ২৭৮ বলে ২০৬ রান করেছিলেন তামিম

টেস্টে বাংলাদেশের হয়ে এখনও সর্বোচ্চ গড়ের মালিক তামিম। ৭০ টেস্টে তার গড় ৩৮.৮৯

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪১ বার হাফসেঞ্চুরির বেশি রানের ইনিংস খেলেছেন তামিম

টেস্টে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডে নাম আছে তামিমের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসের সাথে ৩১২ রান করেছিলেন তিনি

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪১ ছক্কা মেরেছেন তামিম

ওয়ানডে :

ওয়ানডে অভিষেক : ফেব্রুয়ারি, ২০০৭, জিম্বাবুয়ের বিপক্ষে, হারারে
শেষ ওয়ানডে : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, নিউজিল্যান্ডের বিপক্ষে, মিরপুর
২৪৩ ওয়ানডের ২৪০ ইনিংসে ৮৩৫৭ রান, সেঞ্চুরি১৪টি, হাফসেঞ্চুরি৫৬টি, গড়৩৬.৬৫
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিমের। ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন তিনি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৪টি সেঞ্চুরির মালিক তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক হাফসেঞ্চুরির বেশি রানের ইনিংস খেলেছেন তামিম। সর্বমোট ৭০টি

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির ইনিংসে সাকিব আল হাসানের সাথে রেকর্ড ভাগাভাগি করেছেন তামিম। সাকিব তামিম সমান ৫৬টি অর্ধশতক হাঁকিয়েছেন

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে লজ্জার রেকর্ডও আছে তামিমের। দেশের হয়ে ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ১৯বার শূন্যতে সাজঘরে ফিরেন তামিম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডে অবদান আছে তামিমের। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে লিটন দাসকে নিয়ে ২৯২ রানের জুটি গড়েছিলেন তামিম

ওয়ানেডে ইতিহাসে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড তামিমের। মিরপুরে ৮৭ ম্যাচের ৮৫ ইনিংসে সেঞ্চুরি ১৯টি হাফসেঞ্চুরিতে ২৮৯৭ রান করেছেন তামিম

ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে হাফসেঞ্চুরি আছে তামিমের। ২০১২ সালে পাকিস্তান, ভারত, শ্রীলংকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ইনিংসে অর্ধশতক করেছেন তামিম।

ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। সময় তামিমের বয়স ছিল ১৯ বছর দিন

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৯৩০টি চার মেরেছেন তামিম

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম , হাজার রানের মালিক তামিম

টিটোয়েন্টি :
টিটোয়েন্টি অভিষেক : সেপ্টেম্বর, ২০০৭, কেনিয়ার বিপক্ষে, নাইরোবি
শেষ টিটোয়েন্টি : মার্চ, ২০২০, জিম্বাবুয়ের বিপক্ষে, মিরপুর
৭৮ টিটোয়েন্টির ৭৮ ইনিংস ১৭৫৮ রান, সেঞ্চুরি১টি, হাফসেঞ্চুরি৭টি, গড়২৪.০৮

টিটোয়েন্টিতে বাংাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। ২০১৬ সালে বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০টি চার ৫টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেছিলেন তামিম

টিটোয়েন্টি যেকোন সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম। ২০১৬ সালের বিশ্বকাপে ইনিংসে ২৯৫ রান করেছিলেন তিনি

সংক্ষিপ্ত ভার্সনে যেকোন উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটিতে নাম আছে তামিমের। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩২ রান করেছিলেন তিনি

অধিনায়ক তামিম :

টেস্টে এক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তামিম। অধিনায়ক হিসেবে হার নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি

৩৭ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। তার অধীনে ২১টিতে জয়, ১৪টিতে হার ২টি ম্যাচ পরিত্যক্ত হয়

টিটোয়েন্টিতে বাংলাদেশ নেতৃত্ব দেননি তামিম

তিন ফরম্যাটে তামিম :

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরির মালিক তামিম

তিন ফরম্যাটেই বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তামিম

তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৩৬বার শূন্যতে ফিরেছেন তামিম

Views
CATEGORIES
Share This

COMMENTS