অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সিনিয়র সিটিজেন হিসেবে মূল্যায়ন করতে হবে : দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের মন্তব্য
স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার প্রতিটি সদস্যকে সুস্থ্য থাকতে হলে সমিতিতে আসতে হবে এবং ছোট-খাটো খেলোধুলা এবং বিনোদনমুখর পরিবেশে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এছাড়া নিজ নিজ এলাকায় যুব সমাজের প্রতি লক্ষ রাখতে হবে। যাতে তারা কোন মাদক বা অসামাজিক কাজে জড়িয়ে না পরে। সমাজ পরিবর্তনে অবসরপ্রাপ্তদের মৌলিক দায়িত্ব রয়েছে। মনে রাখবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সিনিয়র সিটিজেন হিসেবে তাদের মূল্যায়ন করতে হবে।
১১ জানুয়ারী (শনিবার) জেলা প্রশাসক চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দুঃস্থ্য অসহায়, গরিব পেনশনারদের মাঝে শীতবস্ত্র এবং কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত অর্থ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক প্রকৌঃ আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ৮০ জন সদস্যকে ৫শত টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদানসহ শীতার্ত অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। সার্বিক তত্তাবধানে ছিলেন কম্পিউটার অপারেটর মোঃ হাসনাইন।
৩৩ Views