প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর থেকে : বুধবার (৮ জানুয়ারি ২০২৫) ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় সাংবাদিকদের পেশাগত উন্নতি ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে আলোচনা হয়।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কমর্শালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, সাংবাদিকদের অধিকার ও বিভিন্ন সুবিধা সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় ।
সাংবাদিক ইউনিয়ন (২৯৩৬) এর সভাপতি জনাব জি এম হিরু বলেন, আজকের এই সভা আমাদের একতা এবং শক্তির প্রতীক। সাংবাদিক সমাজ একত্রে কাজ করলে আমরা পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে পারব।
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপণ বলেন, আজকের এই সভা কেবল একটি মিলনমেলা নয়, এটি একটি নতুন দিনের সূচনা। আমাদের অঙ্গীকার হলো সাংবাদিকদের মর্যাদা এবং অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করা।
সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যা সমাজের চিত্র পরিবর্তন করার ক্ষমতা রাখে। আলোচনায় সাংবাদিকদের নৈতিক দায়িত্ব এবং পেশাগত শৃঙ্খলার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমাদের কাজ শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, বরং ন্যায়বিচার ও সঠিক তথ্য নিশ্চিত করার জন্য কাজ করা। সমাজে সাংবাদিকদের ভূমিকা আরো শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে আমরা সমাজের কল্যাণে অবদান রাখতে পারি। সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি এবং এই শক্তি দিয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাব।
অনুষ্ঠানে সহ সভাপতি সাদাকাত আলী খান, মোঃ কোরবান আলী সোহেল, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান, মোঃ আতিউর রহমান, নির্বাহী সদস্য মোঃ নূর ইসলাম নয়ন, কোষাধক্ষ্য বেলাল হোসেন রাজু, মোঃ আবু কাওছার, বেলাল হোসেন জয়, আবেদ আলীসহ ইউনিয়নের সকল নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.