
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২১ পদে ৩০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ ইউসুফ আলী, দিনাজপুর থেকে : আসন্ন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক (২৪) মাস মেয়াদী পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২১টি পদে ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৮ জানুয়ারি-২০২৫ শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবনের নির্বাচন কার্যালয়ে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও আবু বক্কর সিদ্দিক পরিষদের মনোনয়নপত্র দাখিল ছাড়াও অন্যান্য প্রার্থীরাও পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
বুধবার বিকেল ৪টা ৫৮মিনিটে শামীম ও বক্কর পরিষদের মনোনয়ন পত্র দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রধান অফিস কর্মকর্তা প্রশান্ত কর্মকার শান্তর নিকট দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন: মোঃ আইনুদ্দীন সরকার, মোঃ রফিকুল ইসলাম মুক্তা, এমএস আল মর্তুজা সাগর, মোঃ ইকবাল হাসান, মোঃ রাকিব হাসান, মোঃ নূরনবী ইসলাম, মোঃ আসাদুজ্জামান বিপুল, মোঃ মমিনুল ইসলাম, মোঃ রাসেদুজ্জামান রাশেদ, মোঃ মাসুদ রানা, মোঃ রবিউল ইসলাম বাবু, আবু বক্কর সিদ্দিক, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোঃ মোছাদ্দেক হুসেন, সুজা-উর-রব চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, মোঃ আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, সৈয়দ সাগির আহম্মেদ, মোঃ মোস্তফা কামাল মিলন, মোঃ রাহবার কবির পিয়াল, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ শামীম করিব, মোঃ মোর্কারম হোসেন, মোঃ রুবেল ইসলাম, মানবেন্দ্র দাস মনোজ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন ও বাদশা ইমাম আরাফাত। এছাড়াও গ্রæপ সদস্য হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ সাদেকুল ইসলাম, সাখাওয়াত হোসেন শিল্পী ও মোঃ সানোয়ার হোসেন।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে সাধারণ ১৮জন, সহযোগী ০১জন, গ্রুপ এসোসিয়েশন ০১জন ও টাউন এসোসিয়েশন ০১ জন মোট ২১জন প্রার্থী নির্বাচনে বিজয়ী হবেন। আগামী ৮ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং অপরাহ্ন ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর একাডেমি স্কুলে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,১১১ জন ।
১৪৪ Views