শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (রংপুর): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে ছাত্রজনতার ওপর হামলা গুলি চালানোর মামলায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় কে গ্রেফতার করেছে পুলিশ

গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাচারিবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়

আজ বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) বি এম জাহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, গত ১৯ জুলাই শহরের সিটি বাজার এলাকায় ছাত্রজনতার ওপর ছোড়া গুলিতে আহত হন নগরীর পূর্ব শালবন মিস্ত্রীপাড়া এলাকার সবজি ব্যবসায়ী শাহ আলম। তার দায়ের করা মামলার ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি

সুত্র জানায়, ১৯ জুলাই সিটি বাজারের সামনে ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে গুলি ককটেল বিস্ফোরণে অংশ নেন প্রধান শিক্ষক বিমল কুমার রায়

সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন সবজি বিক্রেতা শাহ আলম। পরে গত ২৪ অক্টোবর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা করেন তিনি। এতে ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন শতাধিক আসামি করা হয়

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আসামিকে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

৮১ Views
CATEGORIES
Share This

COMMENTS