
ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে ২২৪৩ মামলা ডিএমপির

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৪৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অভিযানকালে ৭৭টি গাড়ি ডাম্পিং ও ৬৬টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
৯৬ Views