প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ ৪৯ জন নিহত
পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ৭ শিশুসহ ৪৯ জন নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এই খবর জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী খান ইউনিসে পাঁচ দফা হামলা চালিয়েছে। এছাড়া আল মালাওয়াসি এলাকাতেও হামলা হয়েছে। এখানের উপকূলে তাঁবু টাঙ্গিয়ে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছে।
গাজা থেকে এএফপি এই খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালাওয়াসির একটি তাঁবুতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছেন, বিমান হামলায় বেশ কয়েকটি তাঁবুতে আগুন ধরে যায়। এই সময় অন্তত ২০জনেরও বেশি আহত হয়েছে।
এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের একটি বাড়িতে হামলায় তিন শিশুসহ ৫ জন নিহত হয়। বেশ কয়েকজন আহত হয়েছে।
খান ইউনিসে একটি গাড়িতে হামলায় ২ জন এবং একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরো ২ জন নিহত হয়। তবে সর্বশেষ এই হামলা সম্পর্কে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দোহায় যখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধাবসান এবং জিম্মি মুক্তি নিশ্চিত নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই মুহুর্তে এই হামলা চালিয়েছে ইসরাইল।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.