প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
তাকে আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে গত ১ জানুয়ারি স্থানীয় জনতা আসামি নজরুল ইসলাম কবিরাজকে আটক করে লালবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর কলোনী এলাকায় আন্দোলনে অংশ মোঃ আলী।
এদিন বিকাল চারটার দিকে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলায় দায়ের করা হয়। এই মামলার ৪০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন নজরুল ইসলাম কবিরাজ (৫৫)।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.