প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ণ
ইজতেমা মাঠে সংঘর্ষ, সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের আগাম জামিন

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় করা মামলায় মাওলানা সাদ অনুসারী সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়ে আজ আগাম জামিন চাইলে আদালত পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত তাদের আগাম জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
আদেশের পর এই আইনজীবী বলেন, ‘টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় সাদপন্থিদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ মামলার আসামিদের সবাই বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তি তাদের মধ্যে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন। আজ ২৩ জনকে পুলিশি প্রতিবেদন দেয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।'
ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাবলীগ জামাতকে মিলেমিশে কার্যক্রম চালাতে তাগিদ দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় মাওলানা সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক’শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাদ অনুসারীদের সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.