সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাসমান ও দরিদ্র মানুষের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টার কম্বল বিতরণ

ভাসমান ও দরিদ্র মানুষের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টার কম্বল বিতরণ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ গতকাল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভাসমান ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

এসময় উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগণের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধনে বিভিন্ন সেবা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। মন্ত্রণালয় পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শীতবস্ত্র বিতরণকালে উপদেষ্টা ভাসমান মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন এবং মন্ত্রণালয় ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮০ Views
CATEGORIES
Share This

COMMENTS