প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): জরুরি ভিত্তিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এ বৈঠক ডেকেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.