প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
শ্রম সংস্কার কমিশনের সাথে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রম সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আইনগত সহায়তা ও নিরাপত্তা বিধানে সুপারিশ ও প্রস্তাবনা প্রস্তুত করার লক্ষে শ্রম সংস্কার কমিশন বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতাদের মতবিনিময় করেছে।
আজ সোমবার রাজধানীর শ্রম ভবনে সড়ক পরিবহন সেক্টরে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা এবং রাইড-শেয়ারিং সেক্টরে ন্যায্যতা ও সুষ্ঠু পরিবেশ এবং কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা ও অধিকার বিষয় নিয়ে কয়েকটি সংগঠনের সাথে শ্রম কমিশন এই মতবিনিময় করে।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের সদস্য শাকিল আখতার চৌধুরী, ড. মাহফুজুল হক, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে শ্রম সংস্কার কমিশনের কাছে ওয়ার্ক এন্ড হেলথ সেফটি এসিসট্যান্স সেন্টার এবং ‘ঢাকা রাইড-শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন’ পৃথকভাবে তাদের সুপারিশমালা কমিশনের কাছে পেশ করেছে।
এরমধ্যে সড়ক পরিবহন সেক্টরে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, স্বাস্থ্যসেবা সুবিধা, নিয়মিত প্রশিক্ষণ, বীমা সুবিধা, মোবাইল মেডিক্যাল ইউনিট গঠন করার দাবি জানানো হয়।
রাইড-শেয়ারিং সেক্টরে ন্যায্যতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাইড-শেয়ারিং আইন প্রনয়ন ও বাস্তবায়ন, ন্যায্য ভাড়া কাঠামো, কমিশন হার সীমাবদ্ধকরণ, প্ল্যাটফর্ম ও বুকিং ফি বাতিল, আইডি বন্ধের ন্যায়সঙ্গত প্রক্রিয়া, চালকদের সুরক্ষা, ক্যান্সেলেশন ও অপেক্ষা ফিস ধার্য করার দাবি জানানো হয়।
এছাড়া নারী ট্রেড ইউনিয়ন নেতারা নিয়োগ ও চাকরির নিশ্চয়তা, কর্মঘণ্টা, বিশ্রাম ও ছুটি, মজুরি ও সামাজিক নিরাপত্তা, কর্মপরিবেশ ও নিরাপত্তা, মাতৃত্বকালীন সুরক্ষা, অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষা, বৈষম্য ও হয়রানি প্রতিরোধ, ট্রেড ইউনিয়নে নারীদের অংশগ্রহণ, আইনি সংশোধন ও সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির প্রভাবে শ্রম অধিকার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.