সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে সুপ্রিম কোর্ট

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৭ দিন পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

আজ সকাল ৯টার কিছু পর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়। আজ থেকে হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে কার্যক্রম চলবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দেয়া এসব বেঞ্চে আজ বিচারিক কার্যক্রম চলছে।

অবকাশকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বেশক’টি বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

২ জানুয়ারি, বৃহস্পতিবার নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনে ওইদিন বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর বেলা ৩টা ১০ মিনিটে ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১০৫ Views
CATEGORIES
Share This

COMMENTS