প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ১:২০ অপরাহ্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (ঢাকা): জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রাজধানীতে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চেীধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.মো. সাফিকুর রহমান, পরিচালকবৃন্দ, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ বিমান-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে বলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। তারপর বাংলাদেশ বিমান-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
এই উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এছাড়াও আজ শনিবার বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ফ্লাইটের যাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
Copyright © 2025 পজিটিভ বিডি নিউজ ২৪. All rights reserved.