সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট বারের বইমেলা উদ্বোধন করবেন প্রধান বিচারপতি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সুপ্রিম কোর্ট বার আয়োজিত বই মেলা আগামী রোববার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে দশ দিন।

রোববার বিকাল ৪ টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বইমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুপ্রিম বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুপ্রিম কোর্ট বার এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

সুপ্রিম কোর্ট বার -এর প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, ‘এবারের বই মেলায় ৪৮টি স্টল থাকবে।

সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ২০১৫ সালে প্রথম বার ভবন প্রাঙ্গণে বই মেলার আয়োজন শুরু হয়। তিনি তখন সুপ্রিম কোর্ট বার এর সম্পাদক ছিলেন। এই মেলায় আইনের বই ছাড়াও বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, ‘আইন পেশা একটি বুদ্ধিভিত্তিক পেশা। এখানে বই অপরিহার্য বিষয়। মেলায় আইনজীবীদের বই সংগ্রহের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। বইমেলায় আইন, আইনের বিভিন্ন নজির, রাজনৈতিক, শিশু-সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বই স্টলে রাখা হবে। তিনি বলেন, এ উদ্যোগ সুপ্রিম কোর্ট বার এর মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা মেলায় অনেক উপকৃত হচ্ছেন।

২৩ Views
CATEGORIES
Share This

COMMENTS