সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে ফেরানোর দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতির

সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে ফেরানোর দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতির

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি আজ এই দাবি জানান। এসময় ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। তাই এসবের সাথে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। সেই সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি

অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়েরকৃত এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি

৮৮ Views
CATEGORIES
Share This

COMMENTS